Next
Previous
0

সম্পাদকীয়

Posted in




সম্পাদকীয় 

দেখতে দেখতে কাটতে চলেছে করোনা আক্রান্ত ২০২০। এমন ঘটনাবহুল বারোটা মাস সম্ভবত আমাদের অনেকেরই কল্পনাতীত ছিল। লকডাউন শব্দটির সঙ্গে আমরা পরিচিত হয়েছি এই সময়ের মধ্যেই। শিখেছি কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে একে অপরের সঙ্গে মেলামেশা করা যায়। যাকে সত্যিই মেলামেশা বলা যাবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। মানুষের তৈরি করা এই সমাজের রীতি নীতি আদব কায়দার সমীকরণ এই সাবধানী পদক্ষেপের ফলে ভেঙে পড়তে পারে কিনা সেটাও আলোচনার বিষয়বস্তু হতে পারে। এ কেমন সময় যখন করমর্দন, আলিঙ্গন বা চুম্বন অলীক হয়ে উঠলো? তবুও তো আমরা স্বপ্ন দেখবো, অপেক্ষা করবো নতুন এক ভোরের। ফেলে আসা দিনগুলো দুঃস্বপ্ন বলে মনে হবে।

নববর্ষের শুভেচ্ছা সকলকে!