0

কবিতা - হিন্দোল ভট্টাচার্য

Posted in







সহ্য করে সহ্য করে
লাভ কী হবে

একটি দেহ
অনেক কথা বলতে পারে

তোমরা তাকে
যতই মারো
মানুষ জানে

মৃত্যু মানে
নতুন করে চিনতে পারা

তুমি কি আর
আমায় আরও মারতে পারো?

তোমায় আমি ভয় পাই না
এই কথাটি বলতে গিয়ে

মানুষ আজও
পাশে দাঁড়ায়

তুমি যতই মারবে তত
তোমার বুকে কাঁপন হবে

ভয় তোমাকে
খুবলে খাবে

যেমন তুমি খুবলে নিলে
আজ আমাকে

সহ্য করে সহ্য করে
লাভ কী হবে?

তুমি কি আর আমায় আরও
মারতে পারো?

0 comments: