Next
Previous
0

কবিতা - অমিতাভ মুখার্জী

Posted in







কামিনী সুধার নিকটে আসিয়া
ব্রজ হাত পাতিয়া
চাহিয়া লয়ে
তোমার যা সামগ্রী আছে
তোমারই শরীরের স্তবকে স্তবকে
আমাকে দান করো

যত আমোদ আছে
তোমার কামিনী শরীরে
আমাকে দান করো

তোমার মুক্ত মনের
সারসীতে
তোমার বামভাগের দক্ষিণ দিক বা
দক্ষিণভাগের বাম দিক দিয়া
আমাকে তুষ্ট করো

আমার পিছনে ছুটিয়া আসিতেছে
শৃগালের মতো
মদনে পূর্ণ ওই প্রবীণেরা

আমার কাছে কোনো মুদ্রা
নেই
আছে তোমার রমন মনসিজ
তুমি আমায় দান করিয়াছিলে
বসন্ত পঞ্চমীর রাতে রতি বিহারে

সুধা দ্বার খুলিয়া দেয়
সুধার গমন লালিত্য
চাক্ষুষ করিতে করিতে
ব্রজ প্রবেশ করে সুধার আলয়ে

সুধার রমনাবিলাসী রাজবল্লভের
সহিত নানা আমোদ প্রমোদ
শেষ হইয়াছে
শত সহস্র মুদ্রা হাতে লইয়া
আবদার করিয়া থাকে
আগামীকাল আসিবার সময়
আমার জন্য চন্দাহার আনিবে
আমার কটিদেশে তাহা শোভা পাইবে
রাজবল্লভ মুখে উল্লাস লইয়া বাহির হইয়া যায়

ব্রজ কোন বিনয় বাক্য না বলিয়া
প্রযত্নে প্রতিপালিত উদ্যানের
একটি একটি পুষ্পকে টানিয়া
সুধাকে
পুষ্পহীন করিয়াছে

সুধা দক্ষিণ দিকের বামদিক দিয়া
তুষ্ট করিয়া
সহস্র মুদ্রা দিয়া বিদায় করিয়াছে
ব্রজ ফিরিয়া যায় কোন বাক্য না কহিয়া

সুধা ব্রজের চলে যাওয়া দেখিতে থাকে

আলয়ের দ্বার উন্মুক্ত থাকে
বসন্ত সেনের জন্য...