Next
Previous
0

কবিতা - অঞ্জন বল

Posted in






এই জগৎ নিমিলিতো কারণ এখন প্রলয় ,
অহোরাত্রি অবসানে অব্যয় পুরুষ
স্বপ্নদশা থেকে জাগ্রত হলে
জঙ্গমবীজে প্রাণসঞ্চার হয় ,
ব্রহ্মা থেকে স্থাবর পর্যন্ত একটি
অকুল পর্যটন শেষে পড়ে থাকে
বামাচারী পরিত্যক্ত কলস ।

সৃজনে নৃতাত্ত্বিক ব্যাকরণ
আর চারণের সংহিতা
ছুতমার্গের বিমূর্ত জ্ঞানবৃক্ষ ধরে বসে আছো
দেউড়ি খুলে রেখে বর্মে ঘেরা জনপদ
হে প্রাচীন নগরী --
কল্পের হাত ধরে দ্যুলোক কত কাল ?

পাপঙ্খলন হোক এবার শূদ্রের হাতে ,
স্মৃতি সংহিতা দাসত্বে বিধির বিধান
একটি আধারে জীবজ যা কিছু জন্ম গাঁথা
জননী জানে কূল কাঁথা নেই ,
বংশজ লতিকাহীন অন্ত্যজ আকাশে
আঁধার বুনেছে এতদিন অব-কাশ চাঁদ ।