Next
Previous
0

কবিতা - শর্বরী চৌধুরী

Posted in






ফিরে ফিরে আসি এই ঘরে
যে ঘরে সংসার নেই, নেই সন্তানের পদধ্বনি, আছে শুধু কিছু বুগেনভেলিয়া !
নিভৃত রাত্রে তাদের চুম্বন করি
হাসিতে ভরে ওঠে ঘর।
গোপনে অশ্রুও মোছে হয়তো !
যেতে যেতে তাকাই সেদিকে
ফুটে ওঠে নিষ্পাপ অবয়ব তোমার।