গল্প - ময়ূরী মিত্র
Posted in গল্পবাজার বন্ধের আকাল তখনো আসেনি | অক্সিজেন নিয়ে খেলু খেলুতে অকালে  মরেনি পরিপূর্ণ যুবকের দল |  ভাবেইনি পৃথিবী ----সভ্যতার এই পূর্ণকুম্ভগুলো ঝাঁপ ফেলবে   কিংবা কালো ঢাকনার আড়ালে চলে  যাবে  |
সেসব   সকালে ভরা বাজার বসত | মন খুলে মানুষ আওয়াজ তুলত | কী খুশি লাগত গো | মনে হত দিন ফুটল  পুষ্পগন্ধে | চারপয়সার জিনিষের জন্য কুড়ি টাকার হাঁটতাম  | এই ছিল আমার দস্তুর | জিনিষ কেনা শেষ হল তো অজানা মানুষ দেখা শুরু করতাম | কতক অজানা আর কতককে নিয়মিত দেখে চেনা |  দেখে এবং  কখনো রব দিয়ে কখনো  মনে মনেই   ক্রেতা বিক্রেতার সাথে  কথা বলে  গল্প নাটক বানানো | মনে মনেই | যেদিনের কথা বলছি সেদিনের একটা বাজারনাট্য আজ আপনাদের জন্য ---
★  ফার্স্ট সিন :
সবজির দোকানে বৃদ্ধ , ছেলের বউ এবং আট  দশ বছরের  নাতনী | অতটুকু মেয়ের হাতে  দুটো বিশাল ব্যাগ  | কাত হয়ে  যাচ্ছে  কিন্তু কাঁদছে না  | একটু বইছে তারপর আবার নামাচ্ছে  | শ্বাস নিয়ে নিয়ে  তুলছে আর নামাচ্ছে  | তবু  ব্যাগ ছাড়বে না | একা একা বইবেই |  দাদু কত বলতে লাগলেন --দে ভাই ! একটা দে | দে ঠিক পারব |
যত দেখছিলাম অবাক হচ্ছিলাম | শুনলাম ছোট্ট নাতনীটি বলছে ----
----না না এই রোদে কষ্ট হবে তোমার  | মাথা ঘুরবে বনবনিয়ে | কিছুতে দেব না |
এবার মার কুশ্রী চিৎকার ---ন্যাকামি করবি না | দে দাদুর হাতে |
--- না আ আ আ  | চুল ঝাঁকাচ্ছে মেয়ে | এবার দুটো থলে একহাতে | অন্যহাতের আঙুলগুলো ঢুকিয়ে দিয়েছে একটি বুড়ো হাতের ফাঁকে | ছোট্ট  শরীরটার সমস্তটুকু দিয়ে  দাদুকে পাকিয়ে ধরছে আরো  | দাদুকে বইবে আরো যত্নে | হঠাৎ দেখলাম  বৃদ্ধকে  নিয়ে ছুটতে শুরু করেছে শিশু  |   পাছে মা ভারী ব্যাগদুটো  তার দাদুর  হাতে গুঁজে দেয় এগোচ্ছে দ্রুত পায়ে | আর আমার পা ? সেতো দাঁড়িয়ে গেছে  বাজারধূলায় | মনে মনে কথা শুরু হল আমার | বললাম  মাকে -- ওরে তোর এমন ফুল ! তাকে ফুটতে দে ভাই | বিরাট করে | স্নিগধ গন্ধে  ভরুক   ঘরদুয়ার |
ভরসা রাখ শিশুর ওপর | মতি ফিরবে তোর --- নদীর শুদ্ধ স্রোত হয়ে |
★ সেকেন্ড সিন :
ডিমের দোকান | হেব্বি  ভিড় | না বলতেই সরে জায়গা করে দিলেন একজন | দেখলাম যিনি জায়গা দিলেন তাঁরও প্রচুর মাল | কেনা হয়ে গেছে | টাকা দিয়ে চলে যাবেন | ইতিমধ্যে " এটা দিন সেটা দিন " করে দোকানিকে পাগল করে দিচ্ছি আমরা |  দোকানি এবং আমরা সবাই ভুলে গেছি ভদ্রলোকটিকে | প্রায় কুড়ি মিনিট পরে ভিড় সরল |
ভদ্রলোক বসে পড়েছেন বেঞ্চে |  ----কী আশ্চর্য ! রাগলেন না | হাসলেন | আলতো করে জাস্ট বললেন   ----- দেখলেন তো সবার আগে জিনিষ কিনে টাকা দেবার জন্য এতক্ষণ বসে | কষ্ট হচ্ছিল ওঁর জন্য | কষ্ট হল বলে রাগ এল পিছু পিছু |  বললাম -- টাকার হিসেব না বুঝে সবাইকে এত এগিয়ে দেয়ার  কী দরকার ছিল আপনার  ?  বলতে বলতে আরো রেগে যাচ্ছিলাম  | বোধহয় নিজের  ওপর |
ফের এক পশলা হাসি |---" মাঝে মাঝে বাকিদের এগোবার জন্য নিজেকে পিছতে হয় দিদি | বাড়ি গেলে  বড়জোর বউ  একটা সলিড ঝাড় দেবে  | এতটুকু তো ক্ষতি !" -- ---হাসতে হাসতেই চললেন বৌয়ের গাল খেতে !  আমি পেলাম আমার আদরণীয় |
সিন ড্রপ : সৌরভ | সৌরভ | আজ আমার  আমোদ সলিড |
বন্ধ বাজার খুলুক |
আমার নাট্য চাই |
মানুষের |
বিবেচক তারা |










 
