কবিতা - অমৃতেন্দু মুখোপাধ্যায়
Posted in কবিতাবৃষ্টি হয়েছে আগের রাতে
হাঁটু অব্দি কাদা রাস্তায়
জনশূন্য প্রান্তর বরফে ঢাকা—
এখন ভোর।
মাজা ভাঙা গাছগুলো অবাধ্যের মত দাঁড়িয়ে আছে হেলে
অপার্থিব আলোয় উদ্ভাসিত দিগন্ত
সঙ্গে কান-ফাটানো আওয়াজ।
দু-দল নির্ভিক মানুষ
শিকার করতে বেরিয়েছে একে অপরকে।
জনহীন প্রান্তরের অধিকার চায় তারা।
পরিত্যক্ত নগরীর অধিকার চায় তারা।
আরও কি কি সব মহার্ঘ্য সম্পদ—
‘অধিকার চাই’ বলে
চোয়াল শক্ত করে চলেছে
বধ্যভূমির দিকে।