Next
Previous
1

কবিতা - ঝানকু সেনগুপ্ত

Posted in





তারপর সেও একদিন
তোমার জন্য বৃষ্টিকে নিলাম আজলা ভরে
একমুঠো রোদ্দুর তাও নিলাম
মেঘের কাছে এক টুকরো রঙ

তুমি আমার ছেড়া বাড়ি
আর ভাঙ্গা জানালা দেখে মুখ ফেরালে
অথচ আমার কোনো ভনিতা ছিল না

সবুজ বনের কথা আর নাই বা বললাম!