Next
Previous
0

কবিতা - দীপকরঞ্জন ভট্টাচার্য

Posted in






নিরীশ্বর বোধিবৃক্ষ থেকে পাখিমানবীর ডাক শোনা যায়। এমন কুহক রচনা কোরো না, রক্তে আমার বারুদ মিশেছে। উষ্ণ বরাভয় চারিদিকে পলাশের মতো ফুটে আছে দেখে বালির প্রান্তর ঠেলে পাড়ে উঠি আমি -- পিছনে আমার ভীরু, ভঙ্গুর জীবন। আর তাকেও দেখে, কী আশ্চর্য, আমি চিনতে পেরেছি এবার -- তোমারই অতীত থেকে সে এসে বসেছে মুখোমুখি। তেমনই অনুদ্ধারময়, তেমনই উজ্জ্বলতা তার।