কবিতা - অঞ্জন বল
Posted in কবিতাসেবার সে এসেছিল যেমনটি আসে প্রতিবার --
প্রান্ত বেলায় অস্ত গেছে দিবাকর
পশ্চিম ঢালে আগুনের খেলা শেষ করে
আঁচলে ঢেকেছে ময়দানি ঘাস ,
গঙ্গা তখন ম্লান কুয়াশায় ।
কপালে সিঁদুর মেখে একচিলতে বনবাসী চাঁদ
স্বপ্নালু শিশিরের ঘ্রাণ মেখে এসে দাঁড়ায় --
যেমন প্রতিবার বিলোল কটাক্ষে
হাত নেড়ে ডাক দিয়ে যায় স্পর্শে
পসারিনী হিমেল বাতাস আবক্ষ বুকে
যৌবন গত যার ।
শীতের শুরু সবে ,
আমেজ রোদ পোহায়েছে সারাদিন ধরে ,
রোদওম পিঠে নিয়ে অলস দুপুর
বনভোজে আতিপাতি মগ্ন শিশুর মতো
হেমন্তের বিকেল শৈশব কলরবে ।
জরা ধর্মে জবুথবু , আলোয়ানে ঢাকা
শীত ঘুম , আড়মোড়া ভেঙে পাশ ফিরে শোয়
বেওয়ারিশ ভবঘুরে শহরের অশালীন মুখ ।
ফ্যাকাশে নিস্তেজ ঝলমলে বাতিগুলো
আড়াল খোঁজে নিরালা প্রান্তিক জলাভূমির অন্ধকার মেঠো পথ ধরে ভেঁজা আকাশের নিচে জমে থাকা শিশিরের ঘাসে
কুয়াশার অলস যাপন ।
ঘুণ ধরা চোখ নিয়ে দাঁড়ায় বট ছাদে
শীতের সকাল ।