Next
Previous
0

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in






একটা মজা পুকুরের সাথে মাঝে মধ্যে
নদীর গল্প করতে যাই
টিলার কাছে পাহাড়ের গল্প
আমার কাছে আরেক আমির গল্প
বলে যাই অনর্গল চুপিসাড়ে
নদীর কাছে যাই পুকুর ভাসান দিতে
পাহাড়ের পায়ের কাছে যাই

নিজের কাছে যাই ফেরার আগে
যেতেই হয় হিসাব মিলাতে