Next
Previous
0

কবিতা - নীনা আনসারী

Posted in







শরত নয়নে আনে স্মৃতির প্রলেপ
ফেলে আসা মধুময় মুহূর্তের আক্ষেপ।
আইস্ক্রিম মেঘে যবে এলিয়ে আরামে
ভেসে যেতাম ফিরোজা্ ওই মুক্ত আসমানে,
তখন তুমিও প্রানের হরষে, থাকতে মনের কাছে।
অনুরাগের তুলি দিয়ে নিও-রিয়ালিজ্মের ধাঁচে
রাঙা গোধূলির সেই প্রেমের আবেশ
মধুমাখা চাহনি, এলোমেলো কেশ।
ক্যানভাসে্র ফুশিয়া আর ওল্ড স্পাইসে্র নেশা
সিগারেটের ধোঁওয়া ছিল ধুনোর ঘ্রাণে মেশা।
সবে মিলে যবে মত্ত ঢাকে-দের তালে
চোখে চোখ রেখেছিলে, চোখের আড়ালে।
অধরে অধর মাখা সেই উষ্ণ অনুভুতি,
যেন গালিব ও মির-এর লেখায় অব্যক্ত প্রতিশ্রুতি।
তুলির টানে মেতেছিল মনের পাতা ফাঁকা
রামধনুর রঙে যেন রেনওয়া-র আঁকা।
হায়! তারা ভরা ভ্যান গঘ-এর রাত যে সীমিত,
দালি-র ছবির মত সময় হয়নি প্রসারিত।
কত শশী ফিরে গেল, গেল কত ভোর
স্বপ্নহীন একা আমি, ফ্যাকাসে শহর!
আজ কেন তবে ভুলে যাওয়া সে বাতাস
দুলায়ে শিউলি ফুল, ছুঁয়ে যায় কাশ?
বারে বারে একই কথা বলে কেন মন
আগমনীর গানে হবে তোমার আগমন?।