Next
Previous
1

কবিতা - সন্তোষ ভট্টাচার্য

Posted in







অগোছালো ছায়াদের মাঝে মাঝে মনে পড়ে
তাদেরও মন গড়ে ছিলো নীড়ে, অথবা সমুদ্র গভীরে।
যক্ষের দেশে পাতালপুরীতে
সোনার পালঙ্কে রাজকন্যা নিদ্রা যায়
তেমনই জড়াজড়ি করে থাকে ওরা বনের পাতায়।
গলুইয়ে যখন মাছেরা মারছে ঘাই
ছায়ারা সমস্বরে বলে উঠে
‘মাছেদের মতো আমরাও যাব দেশান্তরে’।
পৃথিবীর হাটে, একপা দুপা হেঁটে
স্মৃতির নির্ভাজে ছায়ারা মসৃণ, ছিল শব্দহীন।
অতি দুরাশায় এক ভিতরের পথ,
ওরা ভেবেছিল হয়তো বা নিরাপদ।
বড় ভীতু ছিল ওরা,
নিঃসংকোচে দেহতে দেয় নি মন।
শারীরিক সুখভোগ,
স্ফটিকধারার মতো মায়াবী বিকেলে।
তারাদের ছায়া তাই সাধারণ উন্মোচন অপেক্ষায় থাকে
তারাদের দূরত্বের অপেক্ষায় রাখে
পুনঃপ্রস্তরীভূত অশ্লেষে, সঙ্গমরত স্থাবরে জঙ্গমে।
ছায়া হাত পেতে স্বস্তি ভিক্ষা করে,
করণিক স্ফুরিত অধরে।
অবোধ্য শেষ নির্বাচন,
কুয়াশাবৃত মূঢ় আচরণ জল ছেঁকে সোনা
অনন্ত এসে প্রাণ কেড়ে নিতে গেলে
ছায়া কেঁদে বলে দেবো না দেবো না।