Next
Previous
1

কবিতা - ঝানকু সেনগুপ্ত

Posted in






বাষ্প জমে না আর বিষাদের জলে
সরে যায় ভাঙ্গা পথ কাদা মাটি গ্রাম
ইটভাটা শ্রমিকের বাতিঘর ছুঁয়ে
শুকতারা নিয়ে যায় মজুরি নিলাম !

এখনও তো সুর বাজে বাউলের গায়ে
দীঘি জলে চুপিসারে রূপসী রোদ্দুর
বাতাসি কল্পনা ছেড়ে কিশোরী সে মেয়ে        নকশী কাঁথায় আঁকে দগ্ধ দুপুর !

ছিপ ছিপ দাঁড় ভাসে মেঘ মল্লার
বনবিবি দরিয়ায় ঢেউ ওঠে নামে
পাঠশালা বহুদূর সাগরে ট্রলার
বৈশাখে কালো মেঘ কিশোরের ঘামে !

বাষ্প জমে না আর বিষাদের জলে !!