কবিতা - শঙ্কর বন্দ্যোপাধ্যায়
Posted in কবিতাঅভিজাত পল্লিতে
সে আমায় ঘুরিয়ে ঘুরিয়ে
তাঁর ফ্ল্যাট দেখাচ্ছিল ... হাসছিল
বেশ একটা গর্ব গর্ব ভাব
একটা কিছু করে ফেলার গর্ব ।
আত্মবিনোদনের কতই না উপাদান
আত্মতৃপ্তির উপাদানই বা কম কি
দিগন্তচুম্বী অন্তহীন চাহিদার
কোন এক মাইলফলক ছুঁতে পারলেই
উজান ছোটে গাঙে, পলাশ ফোটে মনে ।
সে দেখাচ্ছিল, আর আমি দেখছিলাম
ব্যালকনি থেকে দেখা যায় টইটুম্বুর ঝিল
চাঁদের আলোয় পদ্ম হাসে সেখানে
দক্ষিণের খোলা জানালা দিয়ে
ফাগুনের গন্ধ এসে ম ম করে চৌখুপী ঘর
এক এক করে দেখছিলাম সব,
লিভিংরুম, কিচেন, ডাইনিং স্পেস, ইত্যাদি ইত্যাদি ।
বেডরুমে এসে চোখ আটকে গেল দেয়ালে
ছবিটাতে মালা পরানো
শুকনো, কাগজফুলের মালা
এ শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে
পদ্ম হাসে না, ফাগুন আসে না
বৃদ্ধাশ্রম থেকে অনন্তাশ্রমে পাড়ি দেবার আগে
ছেলেকে দেখতে চেয়েছিলেন একবার
সময় হয়নি ।
তখনও ঠোঁটের কোণে লেগে আছে
স্নেহমাখা এক চিলতে মিষ্টি হাসি ।