Next
Previous
1

কবিতা - ঝানকু সেনগুপ্ত

Posted in






সাঁকো ভেঙে গেলে ওপারের মানুষেরা ডুবে যায়
ভুলে যেতে হয় একসাথে থাকা
ভালোবাসা
ভুলে যেতে হয় জামিন না পাওয়া ইতিহাসের পদাবলী

অপর হয়ে পড়ে থাকে, ভেসে যায়                             ভেসে যায় সময়ের স্রোতে !