Next
Previous
0

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in





সংগ্রহ কথাটার মানে বদলে বদলে যায়,
বয়সের সাথে , লোভের সাথে
ছোটবেলায় রেলগাড়ির লাইন থেকে খুঁজে খুঁজে
নিয়ে আসতাম পাথর, যার আকার বেশ অন্যরকম
কোনটা চন্দন পিঁড়ি, কোনটা জিরাফের মত
অথবা ফাউকলে জমানো টিকিট
তারপর চেয়ে চিন্তে কয়েন
আস্তে আস্তে বাড়ল বয়স, হাতে কিছু রোজগেরে টাকা
সন্তর্পনে লোভ ছিল ঘাড়ের কাছে
কখনো গয়না গাটি, কখনো কাঁসার বাসন
কখনো কোথাও থেকে এক্সক্লুসিভ কিছু
যা কারোর কাছে নেই,
আমার ক্ষমতা কত, করবে তার প্রদর্শন