কবিতা - শঙ্কর বন্দ্যোপাধ্যায়
Posted in কবিতাফাগুন বিহন জীবন যাপন ঊষর মরুভূমি ।
তোমায় যদি ছুঁই কখনও, আমার হাত ধোরো
একলা আমি অন্ধকারে বড্ড জড়সড় ।
তোমার ঠোঁটে ঠোঁট ডোবালে, নাই বা বাধা দিলে
না নিয়ে যাক বোয়াল মাছে, ছিপ নিয়ে যাক চিলে ।
বিছন যদি বুনতে চাই, মাটিতে হোয়ো লীন
সবুজ হয়ে বাঁচতে চাই, অনেক অনেক দিন ।
তোমার চোখে স্বপ্ন দেখা সাঙ্গ হলে তারই
বৃষ্টি মেখে দিগ্বলাকায় হারিয়ে যেতে পারি ।