সম্পাদকীয়
Posted in সম্পাদকীয়চোদ্দ লক্ষ তিরিশ হাজার। না, এটি কোনও টাকার অঙ্ক নয়। সম্প্রতি একটি বই প্রকাশের প্রথমদিন বিক্রির সংখ্যা। গ্রন্থটির নাম 'স্পেয়ার' । ব্রিটেনের রাজকুমার হ্যারির লেখা এই আত্মজৈবনিক রচনার ছত্রে ছত্রে রাজপরিবারের ভাঙন আর অন্ধকারের কাহিনি, ভেঙে দিয়েছে যেকোনও একটি বই বিক্রির একদিনের সর্বকালীন রেকর্ড।
বই কেন বিক্রি হয়?
এর উত্তর বিবিধ। লেখার বিষয়, গ্রন্থটির অঙ্গসৌষ্ঠভ, পাঠককুলে লেখকের চাহিদা - এরকম অনেক কিছু নির্ধারণ করে ব্যবসার চালচিত্রটি। কিন্তু একথা নিঃসন্দেহে বলা যায়, বিষয়টি যদি হয় মুচমুচে, মুখরোচক, প্রকাশকের কপালে চিন্তার ভাঁজ পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায়।
সত্যিই কি তাই? তাহলে তো পর্নগ্রাফি ছাপলেই হয়!
মানুষের মৌলিক সংগ্রাম, তথাকথিত আপন ভাগ্যকে টপকে যাওয়ার সুতীব্র ইচ্ছার যে গাথা লিখিত হয়েছিল চারশো বছরেরও আগে, সার্ভেন্তেস-এর সেই 'দন কাহটি' এখনও পর্যন্ত পাঁচশো মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে। হ্যাঁ, পাঁচশো মিলিয়ন। ধর্মীয় এবং রাজনৈতিক পরিমণ্ডলের বাইরে এটাও চিরকালীন রেকর্ড।
আসন্ন আন্তর্জাতিক কলকাতা বইমেলায় থিম দেশ 'স্পেন'। সার্ভেন্তেস-এর জন্মস্থান।
সুস্থ থাকুন। সৃজনে থাকুন।
শুভেচ্ছা নিরন্তর