Next
Previous
0

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in





মায়েরা ঠাকুর হয়ে যায় সব
গলায় মালা, ধূপের ধোঁয়া
জল মিষ্টির সব আয়োজন
একটা ফটো দরকার হয়
ঠাকুরের পটের মত, মরে গেলে
আয়নার দিকে তাকালে কিছু আদল
কয়েকটা জিন বেঁচে থাকে আঁচল সরে গেলে
দুটো করে ছায়া পড়ে না
এই সব সত্যি কথা নয়, আসলে
মায়েরা ঠাকুর হয়ে যায়, মা হয়ে গেলে