কবিতা - শঙ্কর বন্দ্যোপাধ্যায়
Posted in কবিতাও কবি তোর কলম কোথায় - মরছে সখা, পুড়ছে সই
ছাই হয়ে সব উড়ছে তারা, কবি রে তোর কাব্য কই !
এখন সবই বিপ্রতীপে, প্রতীবাদের কন্ঠ খুন
ও কবি, তোর মুখোশটাতে ঘর বেঁধেছে বেবাক ঘুণ ।
খুন হচ্ছে দুধের শিশু, খুন করছে তোর জ্ঞাতি
এই কি রে ভাই গণতন্ত্র, এই কি তোদের রাজনীতি ?
ও কবি, তুই ভুললি বুঝি - সময় কিন্তু জবাব চায়
ভাইয়ের রক্তে হাত রাঙালি, মুখ লুকাবি আর কোথায় !
এই ফাগুনে যে ছেলেটা খুনখারাবি খেলল ফাগ
আসবে ফিরে নিদাঘ দিনে সঙ্গে নিয়ে দারুণ আগ ।
সেই আগুনে পুড়তে হবে, পার পাবেনা কেউ কোথা
মরবে পুড়ে তোর কবিতা, মর্চে ধরা কলমটাও।