কবিতা - ঝানকু সেনগুপ্ত
Posted in কবিতাভুল থেকেই তো শিক্ষা নিতে হয়
তবু, এমনই ভুল যে শোধরানোর আর কোনো উপায় নেই
আসলে চশমাটা ফেলে এসেছি!
স্নান এবং যথা নিয়মে পুজো পাঠ সেরে এখন যাচ্ছি।
স্নিগ্ধ শোভন আলোয় বুঝতে পারছি
দেশ এগোচ্ছে!
ময়লা একটাই শাড়ি পুকরে ভিজিয়ে
আঁচল শুকোচ্ছেন, একজন মা
কোলের শিশুটি রোদের দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে
মনের আনন্দে বুঝতে পারছি
দেশ এগোচ্ছে!
ভাগ্যিস চশমাটা ফেলে এসেছিলাম!!