Next
Previous
0

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in





ক্য়ালকুলেশন মেলানো সহজ
আচরণ বিধিসম্মত
সব শেষে অ্য়াকাউন্টস মেলাতে বসা
তারপর চোখে চোখ রেখে লাভ ক্ষতির হিসাব পেশ
এইসব অতি অকিঞ্চিতকর সততার কথা
আজকের শিল্পীর কাছে বিলাসিতা বড়
তবু যে রাত দিন খেটে জোগান দিয়েছে অপ্রতুল মূলধন,
আশা করে একদিন আসবে,
যেদিন বিশ্বাস শব্দটা বিশ্বাস করতে পারবে সে