কবিতা - ঝানকু সেনগুপ্ত
Posted in কবিতাতোমাকে নিয়ে ভাববার সময় ছিল না এতদিন
একটা কিছু ছিল, সেই নিয়েই এতকাল
এখন ভাবব বলে একটা বাড়ি কিনলাম
গুছিয়ে বসতে হবে জানালার পাশে
দক্ষিণের বারান্দায় শীতকালে যখন শরৎ ঝরে পড়বে
ঠিক তখনই বসন্তের কোকিলের মতন গরম চা নিয়ে বসে তোমার কথা ভাবব বলে বসেছি
হাওয়া এসে ডেকে নিয়ে গেল আমায়
সেই থেকে ভেসে বেড়াচ্ছি
তোমার কথাগুলো এখন বৃষ্টিতে ফুলঝুরি হয়ে ঝরে পড়ছে
আমি ভিজে যাচ্ছি
তোমার কথা আর ভাবা হল না আমার!