Next
Previous
0

কবিতা - কৌশিক চট্টোপাধ্যায়

Posted in

আমি আছি এইটুকু, আমার না পাওয়ার ঝুলি
আজানুলম্বিত বটের ঝুরি ৷
বিষণ্ণ বিকেলে দেখি খাপে মোড়া চশমাটা
পড়ার টেবিলে ৷
জুতোজোড়া পরিপাটি গোছানো মেঝেতে ৷
যাওয়ার ছিলো না কোন তাড়া ৷
যখন প্রতীক্ষারত মেঘলা দিনে,
একঘেয়ে বৃষ্টির শব্দ জানান দেয় এটা তোমার ঘর ৷
বাতাস ফিসফিস করে বলে এখন এসব তোমার৷
এ চিহ্ন তুমি বহন করবে সারাজীবন পৈতৃক উত্তরাধিকারে ৷
চশমার মায়াকাঁচে বিবর্ণ অক্ষরমালা, সে জুতোও পায়ে আঁটলোনা কোনও দিন ৷
সাইকেলে কড়িকাঠ থেকে ঝুল নামলো, ঝুলে এল মাকড়সা কালের নিয়মে ৷

ছোঁয়া গেলো না সে দীর্ঘ ছায়াকে ৷
স্মৃতিচিহ্ন দগদগে মনের গভীরে ৷
নিজেকে কি জানি আমি?আজও দিশেহারা ৷
রাতের তারা মোড়া আকাশকে প্রত্যক্ষ করতে করতে ভাবি
একদিন ঠিক পারবো,
হয়তো অন্য দিনে অন্য কোনও খানে ৷
সে দীর্ঘ ছায়া স্পর্শ করার যুদ্ধ চালিয়ে যাই আর হারতে থাকি বারে বারে ৷