Next
Previous
0

সম্পাদকীয়

Posted in



এক বইমেলা থেকে আরেক। এক বছর বিরতির পর হওয়া কলকাতা বইমেলা শেষ হতে না হতেই ডাক এল ত্রিপুরা থেকে। আবেদন করা হয়েছিল আগেই। ভাবা যায়নি ডাক আসবে অত দেরিতে! তবু কী আর করা! সবরকম পুঁজিকে একজায়গায় করে রওনা হওয়া গেল উত্তর পূর্বাঞ্চলের ওই রাজ্যটির দিকে, যেখানে ঋতবাকের পদার্পণ এই প্রথম। 

২৫ মার্চ থেকে ৫ এপ্রিল এই বারোটা দিন বদলে দিল আমাদের অনেকটাই। বাণিজ্যের মাপকাঠিতে না হলেও ঝুলি ভর্তি করে ফিরলাম আমরা। অসংখ্য মানুষজনের সঙ্গে পরিচিত হলাম। বন্ধু হলেন অনেকে। আমরা তাকিয়ে থাকব প্রতিশ্রুতিময় ভবিষ্যতের দিকে। 

এরই মধ্যে আবার আশঙ্কার মেঘ - করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সমূহ সম্ভাবনা!

সর্বান্তকরণে কামনা করি, পৃথিবী মারী-মুক্ত হোক! আর নয়, অনেক হয়েছে! 

সুস্থ থাকুন। সৃজনে থাকুন। 
শুভেচ্ছা নিরন্তর