Next
Previous
0

কবিতা - পার্থ সরকার

Posted in

পাথর জগদ্দল
খোলা ছাদে
গড়িয়ে চলে যায়
ছাদের কিনারে
ঝাঁপ দেবে ?
কিন্তু গন্তব্য কতদূর ?
ভয় হয়
সে ওপরে তাকায়
ছাদের চারপাশে পাঁচিল চৌকো
আর সেখানেও দরজা নেই
তবে কি উপরে লাফ দেবে ?

কিন্তু আকাশপথে ভূমিকম্প
চারপাশে কুয়াশার দেওয়াল

ঝাঁপ দেয় পাথর
লাফ দেয় ওপরে
ঝুলে থাকে
পাথর
জগদ্দল
ত্রিশঙ্কুতে ।