Next
Previous
0

কবিতা - শিমন রহমান

Posted in



ফিরে আয়
শিমন রহমান

কোথায় তোরা হৃদয় চোরা
কোথায় তোদের বাস,
আয় রে ফিরে গাঁয়ের নীড়ে
স্বপ্ন করি চাষ।

নানান ফলের মিষ্টি জলের
কাটে না যে রেশ,
ছোট্ট বেলা ক্রিকেট খেলা
মনে পরে বেশ।

আকুল করা মনটা আমার
তোদের পেতে চায়,
কোথায় তোরা হৃদয় চোরা
আয় রে ফিরে আয়।