কবিতা - বাদল রায় স্বাধীন
Posted in কবিতামন্দির ভাঙ্গার বাড়ছে সংখ্যা, শুয়ে শুয়ে গুনি।
কারা এসব কাজ করেছে, কে ভেঙ্গেছে মুর্তি
কারা এসব দেখে শুনে, করছে আবার ফুর্তি।
অবমাননার দায়টা কার, বলবে কে সে সত্য
ক্ষমতায় আসীন হওয়ার, এটা কি সে পথ্য।
একের দোষ অন্যের ঘাঁড়ে, নেয় না কেউ তার দায়
শেষ পর্যন্ত দোষ চাপে, নির্যাতিতের গায়।
দোষের উপর দোষ দিয়ে সব, ছড়ায় আগুন আরও
ধর্ম নিয়ে রাজনীতিটার, সময় পোয়া বারো।
অবশেষে সামনে আসলো, সত্যি যে কে দোষী
কিন্তু তাকে বাঁচিয়ে নেওয়ার, চিন্তা সবাই পুষি।
কেউ বা বলে পাগল তাকে, কেউ বা ভবঘুরে,
সে পাগলটার খোঁজ মিললো না, কেন রংপুরে?
পালানোটা দরকার বুঝলো, সে পাগলটা আবার
দুই দিনে সে চলে গেল, সূদুর কক্সবাজার।
সে পাগলের মিটিং দেখলো, সারা বিশ্ববাসী
মাজার থেকে কোরআন রাখলো, মন্দিরেতে আসি।
ঘর পোড়ানো মানুষগুলো, চাইলো না তার ফাঁসি
মনে মনে সে পাগলকে, সবাই ভালোবাসি?
মনে হলো সে পাগলের, খুশি সবাই কাজে
সে প্রশ্নটা সবাই শুনে, বলবে আমায় বাজে।
সত্যি হলো সে পাগলকে, সবাই বাসে ভালো
হয়তো আবার মিছিল হবে, ইকবাল এগিয়ে চলো।
আমরা সবাই তোমার সাথে, ভয় পেয়ো না ভাই,
তুমি হলে ধার্মিক এমন, তুলনা যার নাই।
মাঝে মাঝে এমন পাগল, সবার চাওয়া হবে
ক্ষমতায় টেকার পথটা, সুগম হবে তবে।