কবিতা - জিসান আল যুবাইর
Posted in কবিতাতোমার পেটে পাখির বাসা
একশো একটা কীর্তিনাশা
নয় হাজার শ’ বন
তোমার মত খাদক কি আর
আছে, কালাধন?
বিল খেয়েছো-ঝিল খেয়েছো
শাপলা- ঝিনুক-চিল খেয়েছো
টেংরা-পুটির নাশ,
তোমার পেটে বৈদ্য-পণ্ডিত
হাকিম-কবির বাস।
তোমার পেটে শিশুর উঠোন
গোরস্থানের মাটি লুকোন্
সালাম কালাম সব,
কালাধন কি অস্ত্রে মন্ত্রে—
খাদক অসম্ভব?
কালাধন,
তোমার প্রতি ঘৃণা,
পাখির ঠোঁটে কাটবে তোমার সিনা।