Next
Previous
0

সম্পাদকীয়

Posted in

 




আবার আমরা গৃহবন্দী। এমন পরিস্থিতির আঁচ পাওয়া যাচ্ছিলো অনেকদিন ধরেই। আমাদের নজরটা শুধু ঘুরিয়ে দেওয়া হচ্ছিল অন্য অভিমুখে। কখনও তা কুম্ভমেলা, কখনও বা গণতন্ত্রের সর্ব বৃহৎ উৎসবের দিকে। চিকিৎসক এবং বিশেষজ্ঞদের সতর্কবার্তা সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়েছে। একই সঙ্গে করা হয়েছে তথ্যের বিকৃতি এবং ভুল তথ্য পরিবেশন। এসবের সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো যুক্ত হলো টিকা কেলেঙ্কারি! একই টিকার ক্ষেত্রে বারবার বদলে যেতে থাকলো সরকারী নীতি। সব মিলিয়ে সামনে অমানিশার আঁধার। বন্ধু - প্রিয়জনকে হারানো এখন এক নতুন প্রাত্যহিকতা। গত মাসে আমাদের ব্লগ জনসমক্ষে এলো যেদিন, সেদিনই আমরা হারিয়েছি এইসময়ের একজন শ্রেষ্ঠ চিন্তক, সৃজনী শিল্পী শঙ্খ ঘোষ। প্রকৃত অর্থেই আমরা অভিভাবকহীন হলাম। চিরতরে হারিয়ে গেলো একটি ঋজু, বিবেকী কণ্ঠস্বর।

এবারের সংখ্যায় তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য রইলো।

একের পর এক আমরা হারালাম শৌণক লাহিড়ী, অঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ বন্দ্যোপাধ্যায়কে; আরও কত কত আত্মজন প্রিয়জন পরিচিতজনকে। প্রতিদিন এমন স্বজন-হারানোর বেদনায় দীর্ণ এ কোন অচেনা বসুন্ধরা!

এই ঘোর পরিস্থিতিতে শুধু একটিই সনির্বন্ধ অনুরোধ - সতর্ক থাকুন, সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন সকলে।

দেখা হোক আবার আমাদের চেনা পৃথিবীতে!

শুভেচ্ছা নিরন্তর!