Next
Previous
0

কবিতা - পার্থ সরকার

Posted in


উঠে আসে জল খুব গভীরে
দাপট দেখিয়ে ফিরে যায় খরা
অবিনশ্বর অধীশ্বর
সচরাচর নেই নির্জলা একাদশী হাতের কাছে

প্রসন্ন মুখ
নিখুঁত চর্চায় প্রসাধনী সুখ
আদর মাখা এক ফসিল
যুগান্তের ব্যবধানে
বালি ঝরা দেখে বাসভবনে
নামমাত্র ভুমিকা তবে কে পায়?

চটচটে
দু'হাতে দুটো রেখা একাকার
রূপচর্চায়
ভেতরে ভাত পাথর সব একাকার।