Next
Previous
0

সম্পাদকীয়

Posted in

























ফেব্রুয়ারি মাস বাংলাভাষীদের কাছে বিশেষ অর্থবহ। ১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির আন্দোলনে পূর্ব পাকিস্তানে অকালে ঝরে যায় কয়েকটি তাজা প্রাণ। সেই দিনটি ছিল ৮ ফাল্গুন বা ২১ ফেব্রুয়ারি। তারপর থেকে ঐদিনটি ভাষা দিবস হিসাবে উদযাপিত। পরে রাষ্ট্রসঙ্ঘ এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে স্বীকৃতি দেয়। এই উপলক্ষে এবারের সংখ্যায় থাকছে দুটি বিশেষ নিবন্ধ। একটি বাংলায়, অন্যটি ইংরেজিতে।  

এই একই মাসের ৫ তারিখ জন্ম বাংলা সাহিত্যের একজন অনন্যসাধারণ কাব্য প্রতিভার। আমাদের জাগ্রত বিবেক। শঙ্খ ঘোষ। তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য আমাদের এবারের ক্রোড়পত্রে। 

গত এক বছরে মহামারীর বিষদাঁত আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। তার মধ্যে একটি সম্ভবত আমাদের সামাজিক মূল্যবোধ। মুখোশের আড়ালে থাকাই এখন 'নতুন স্বাভাবিকতা'। এটা মেনে নেওয়া ছাড়া আর উপায় ছিল না।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

শুভেচ্ছা নিরন্তর!