Next
Previous
0

কবিতা - উপেক্ষিৎ শর্মা

Posted in



রোদের কাছে চেয়েছি খানিক তেজ
মেঘের কাছে পরিশ্রমী ক্রোধ 
শয্যা পাশে চাদর মাখে হিম
আমার হাতে অনন্ত বিস্ময়!

আকাশে নীল কালপুরুষের চোখ 
যৌনলোভী চাঁদের তাড়নায় 
আমার হাঁটা পথের বালুচরে
শুকতারাটা ভাসায় চোখের জল।

নিত্যদিনের এই তো ছলাকলা 
সাঁঝবাতিটা ইতস্ততঃ কাঁপে
তোমার কাছে কোনটা অভিপ্রায়
হৃদয়, নাকি পুরুষ পরিচয়?