সম্পাদকীয়
Posted in সম্পাদকীয়সম্পাদকীয়
কলকাতায় এখন উৎসবের বাতাবরণ। বই প্রেমীদের উৎসব। বই প্রেমীদের দুর্গোৎসব। আর ঠিক আট দিনের মাথায় শুরু ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের থিম কান্ট্রি রাশিয়া। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মবার্ষিকী পালন করাও এই উৎসবের অঙ্গ। এ এক এমন মেলা, যেখানে নৈতিকতার হিসাবটাই অন্যরকম।
এবারের বইমেলায় ঋতবাকের স্টলনম্বর ৩২২। আসছে ৪০টির ওপর নতুন বই। ব্যস্ততার পারদ এখন চরমে... তারই মাঝে রেখে গেলাম নিয়মিত ই-সংখ্যা। কিছুটা সংক্ষিপ্ত। বাদ পড়লো কিছু রেগুলার আইটেমও। তবুও, প্রেজেন্ট প্লিজ 😀
দেখা হবে ৩২২এ
সুস্থ থাকুন, সৃজনে থাকুন...
শুভেচ্ছা নিরন্তর...