কবিতা : তনুশ্রী চক্রবর্তী
Posted in কবিতা
কবিতা
সহচরী
তনুশ্রী চক্রবর্তী
শীতের আমেজ মাখবে যে চাঁদ আজকে সারারাত -
তারার সাথে চুপিসারে হাতের পরে হাত ;
জ্যোৎস্না ভেবে রূপোর কাঠি করবে পরশ চোখ,
ধ্রুব, নাকি বশিষ্ঠ সে, সত্যি নাকি স্তোক !
রাত জাগে ফাল্গুনী, সাথে সই রোহিণী
ঘিরে থাকে পিছুটান, নির্বাক চাহনি -
আজ থাকে ঝিঁঝিঁ সাথে, কাল ছিল চিত্রা ,
আলপনা আঁকে চাঁদ সখী নদী মিত্রা ।
বনজ্যোৎস্না সাক্ষী থাকুক, আকাশ চেনে মন -
কুয়াশা আর মেঘচাদরের ব্যাকুল নিমন্ত্রণ ।