কবিতা : ইন্দিরা দাশ
Posted in কবিতা
মণিকুন্তলা সেন
ইন্দিরা দাশ
ফাইফ বাই বারো ঋষি বঙ্কিম লেন
পাঁচ ফুট পাঁচ মণিকুন্তলা সেন
কনভেন্ট স্কুল শেষে কলেজের পাঠ
ইতিউতি অপেক্ষা ফুটবল মাঠ
ঝকমকে সে স্বভাব, ইংরিজি লাজওয়াব
পোশাক-আশাকে মেয়ে ঠিক যেন মেম
পাঁচ ফুট পাঁচ মণিকুন্তলা সেন।
রণেন, তপন, সোম, নচিকেতা সব
ডায়ে বাঁয়ে আগে পিছে করে কলরব
গাড়িবাড়িওলা বাপ, উঁচুবিত্তের ছাপ
ধপাধপ নিবেদন বেহিসেবি প্রেম
পাঁচ ফুট পাঁচ মণিকুন্তলা সেন।
কলের চাকার সাথে দিন বদলায়
কি যেন কি ভাবে মণি বাবাকে হারায়
কোনমতে সে অনার্স পড়েশুনে হোল পাশ
চাকরি করতে ন’টা পঁচিশের ট্রেন
পাঁচ ফুট পাঁচ মণিকুন্তলা সেন।
ভাই নেই বোন দুটো দিয়ে থুয়ে বিয়ে
পৈত্রিক বাড়ি গাড়ি সবই সে বিকিয়ে
জীবনযুদ্ধে যুঝে, লোনের হিসাব বুঝে
বসন্ত ভুলে গেল করে লেন-দেন
রোগা শ্যামলাটে মণিকুন্তলা সেন।
বাসের লেডিস সিট তাকে ছেড়ে দিই
চশমাতে ডাগর সে চোখ দেখে নিই
ঘাম মুছে আঁচলেতে দারুণ ইংরিজিতে
আজও সে প্রশ্ন করে ‘ভালোটি আছেন?’
এখনও মোহিনী মনিকুন্তলা সেন।