undefined
undefined
undefined
সম্পাদকীয়
Posted in সম্পাদকীয়একে একে নিভিছে দেউটি। শিক্ষা - মেধা ও মননের যে পীঠস্থান ছিল এই বঙ্গভূমি, তার মান আজ স্পর্শ করেছে গভীর খাদের তলদেশ। এর পূর্বাভাস অবশ্য ছিল। যেকোনও ক্ষেত্রে উৎকর্ষের মেরুদন্ড হলো মূল্যবোধ। যেভাবে কিছুটা সামাজিক পরিস্থিতির চাপে আর বাকিটা রাজনৈতিক সমীকরণের ভারসাম্য বজায় রাখার দায়বদ্ধতায় মূল্যবোধগুলিকে শ্বাসরোধ করা হয়ে চলেছে দিনের পর দিন, তাতে হয়তো এমনই হওয়ার ছিল। বিষয়টি নিয়ে যাঁদের লজ্জিত হওয়ার কথা ছিল, সামান্য হলেও দায় স্বীকার করার কথা ছিল তাঁরা 'পাসিং দ্য বাক' নামক একটি জনপ্রিয় খেলায় মজে আছেন। চমৎকার! আইনের জন্ম হয়েছিল সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে। কিন্তু মূল্যবোধ? সেক্ষেত্রে আইনের ভূমিকা নিয়েও কি বিতর্ক উঠতে পারে না? থাক এসব প্রসঙ্গ। জটিলতাই বাড়ে কেবল... আমরা আসলে চোখ বুজে তাকতে শিখে গেছি।
আপাতত আমরা বরং এবছর গত বছরের তুলনায় গরম বেশি পড়েছে কিনা তা নিয়ে আলোচনা করি! বা বিশ্বের ক্রমবর্ধমান উষ্ণায়নে কার কতটা দায়, তা নির্ধারণের চেষ্টা করি!
ওদিকে গতকাল ছিল ১৯ মে। আমাদের মাতৃভাষার সম্ভ্রম রক্ষার জন্য শহীদ হয়েছিলেন গুটিকয়েক মানুষ। সুখের কথা, স্বঘোষিত ভাষা ও কৃষ্টির ধ্বজাধারী রক্ষকেরা তাঁদের কথা বিস্মৃত হয়ে রেহাই দিয়েছেন তাঁদের।
তবে আশার কথা এই যে, অন্ধকার যত গভীর হয়, আলোর উৎস তত দ্রুত নিকটে আসে...
সুস্থ থাকুন, সৃজনে থাকুন
শুভেচ্ছা নিরন্তর!
0 comments: