কবিতা - রঞ্জন রায়
Posted in কবিতাতুমি বলেছিলে
সংসারের সব কাজ সাঙ্গ করে আমরা যাব রামগড় পাহাড়চুড়োয়।
সেখানে নির্জন ঘরে
কোন এক শ্রাবণসন্ধ্যায়
বাইরে বৃষ্টিধারা ঝরে অবিরাম
ঝমঝম ঝিরঝির টুপটাপ টাপুর টুপুর।
তুমি আমি শোনাব্ একে অপরকে,
ফেলে আসা জীবনের গান।
কখনও জানলা ঠেলে ছুটে আসবে দমকা ভিজে হাওয়া,
অন্ধকারে ছুঁয়ে থাকবো শিরাওঠা হাত- একে অপরের,
পরম বিশ্বাসে।
তুমি বলবে – মনে পড়ে সেই যে সেবার
আমি বলব – মনে পড়ে এই তো সেদিন
মনে পড়ে? কিছু মনে পড়ে?
আজ
আষাঢ়স্য প্রথম দিবসে
রামগড় পাহাড় চুড়োয়
আমি একা
দিনান্তের ছায়া ছায়া আলোয়
হাতড়ে দেখি স্মৃতির অ্যালবাম।
বাইরে বৃষ্টিধারা ঝরে অবিরাম,
-ঝমঝম ঝিরঝির টুপটাপ টাপুর টুপুর।
তুমি যে বলেছিলে-
সংসারের সব কাজ সাঙ্গ করে আমরা যাব রামগড় পাহাড় চুড়োয়।
অনবদ্য!! বৃষ্টির প্রেম,বিরহ আর স্মৃতি!!
ReplyDelete