0

কবিতা - প্রসাদ সিং

Posted in

 


সুন্দরের নির্দিষ্ট কোনও ঘর নেই
অনিন্দ্য নির্জন যদিও তার প্রেমিকা
স্পর্শবিহীন রেখাসমূহ পাকায় তালগোল
হে পূুজার
ঝরে গেছে কি ফুল রাশি

শর্তসাপেক্ষ আনুগত্যের বিষ
ফেলো না আমার রক্তে
এখনও সুন্দর
হেঁটে যায় দরজার সামনে দিয়ে 
এখনও তোমার চোখ তোলার সময় হয়নি বুঝি

0 comments: