0

কবিতা - সুস্মিতা মজুমদার


মস্ত চাঁদের আলোয় ঢেকেছে চারিদিক
নিঃস্তব্ধ চরাচর
তবু আবছা হয়ে আসছে আমার চোখ।
বিন্দুতে স্হির হতে গল্পেরা গুটিয়ে সন্ধ্যা রাত হয়
বিন্দুতে স্হির হলেই অসম প্রতিযোগিতার লাইন
বিদ্যুতের গতিতে ছুঁয়ে যায়
অজানা পারফিউম ঢালা শরীর ।
সমাজের বুকে জেগে ওঠে ঘাতকের কুৎসিত মুখ।
প্রিয় ছেলেবেলাগুলো জিওল মাছের মতো কিলবিলিয়ে ওঠে রাম, রহমান, ফ্রান্সিসদের অকৃত্রিম শৈশব ।
রাতদপুরে খুন হয় জোনাকির স্নিগ্ধ আলো।
কচুর পাতায় রয়ে যায় দু'ফোঁটা জল।
মৃত্যুর গভীরতা ডেকে আনে অঝোর শ্রাবণ।
তবু প্রতিটি দেওয়ালে আঁকে মন স্বপ্নের গ্রাফিতি।।

0 comments: