undefined
undefined
undefined
কবিতা - ঝানকু সেনগুপ্ত
Posted in কবিতাসূর্যোদয়ের কোনও রঙ ছিল না সেদিন
এখন এই গোধূলি গানের সুরে মাতোয়ারা আমি
সূর্যাস্তের সময়কে দু হাতে সরিয়ে
তোমাকে পাওয়া
এখনও অনেক কাজ আছে বাকি
বাগানের চারা গাছে জল দিতে হবে
আসন পিড়ি হয়ে এস বসি
দু দণ্ড গল্প করি
সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালাবে তুমি
আমি নিশ্চিন্তে তোমার শঙ্খধ্বনির ছবি এঁকে নেব
বাতের ব্যথার ওষুধ খুঁজে রাখি এস
মাঝরাতে এক গ্লাস জল বিছানার পাশে
ওই কাগজের বান্ডিল ঘেঁটে খুঁজে নেব
আমাদের অসম্পূর্ণ উপন্যাসের মলিন পাতাগুলো
কবিতাও লেখা যেতে পারে
যে কথা বলা হয় নি এখনও
এস কথা বলি
আকাশের রঙ মাখি গায়ে
তারপর সেই শুভক্ষণে
চলে যাব দূরে
রেখে যাব আমাদের ছেঁড়া ইতিহাস!
0 comments: