0

কবিতা - আদ্রিকা ভট্টাচার্য

Posted in






আঁধারের গায়ে খুঁজে পেয়েছিলাম মুক্ত দেহ
হাত পা নারিয়ে মনে করিয়ে দেয় অস্তিত্বের আকাশ

*
শব্দদূষণের গতি বাড়ছে, আমি ও বাড়ছি
তলিয়ে যাচ্ছে কেবল ওই মেয়েটির জঘন্য আঁধার

গল্প শুনাতে চেয়েছিলো,‌ হারিয়ে যেতে চেয়েছিল
অজানা পথ গুলোয়, একটু খানি বেশি প্রেমে পরতে চেয়েছিলো
নদী হওয়া স্বপ্নের , ঠিক রক্তের মত প্রয়োজনীয়
হয়ে উঠতে চেয়েছিলো, সব মিলিয়ে বেঁচে
থাকতে চেয়েছিলো মেয়েটি

ক্রমশ আঁধার কমে আসে , মেয়েটির ও আয়ু কমে
শীতকালের বেড়ে উঠায় নেমে আসে ডিসেম্বর
হাত পা‌ ছরিয়ে দিয়ে কবর গুলো ধিরে ধিরে
গিলে নেয় মেয়েটিকে, গিলে নেয় বেঁচে
থাকার জঘন্য আঁধার, বেজে উঠে বেহালা

আমি ও বাড়তে বাড়তে এখন তলিয়ে গেছি শব্দদূষণের
গতির ভিরে, তলিয়েছে আমার সাথে জুড়ে যাওয়া কবর

*
জোনাকির রঙে পরো জন্মে চাতক হবো
জীবন কাটাবো রূপকথাতে বেহালার সুরে
ঘর বাঁধবো, সাজাবো, ভাঙ্গবো, উন্মাদের
উপাধি নিয়ে চিতায় উঠবো, অসীম শূন্যতায় শূন্য
হয়ে বেহালায় জোনাকির রঙ্গ লাগিয়ে হারিয়ে যাবো

0 comments: