0

কবিতা - ঝানকু সেনগুপ্ত

Posted in

এখানে কোন সমুদ্র নেই। গাঙচিলের স্বপ্নও তাই অধরা।
অতএব, বন্দী থাকতে হবে। এটাই নিয়ম এদেশে।

স্বাধীনতা উৎসবের ফ্রেমবন্দি ছবি পাঠাতে হবে বিচারের ঘরে। এটাই আদেশ এখন।
গুণতির লাইনে দাঁড়াতে হবে, মিলিয়ে দেখার জন্য চোখের মণি আর আঙ্গুলের ছাপ।

তারপরও কথা আছে। জানতে চাইবে কবিতা লেখা হয় কিনা। অথবা বুকের মধ্যে কোনো প্রেমের শব্দ।
এসব অনুভূতি থেকেই শুরু হতে পারে বিদ্রোহ।

সুতরাং, এখানে কোনো সমুদ্র থাকার প্রশ্নই ওঠে না!!

0 comments: