undefined
undefined
undefined
কবিতা - মাহমুদ নজির
Posted in কবিতাভুলে যেতে চাইলেই
ভুলে যাওয়া না যায় কখনো।
কেননা, ভুলে যাওয়া মোটেই সহজ সাধ্য নয়,
বাস্তবিক পাহাড়ের মতো নিষ্ঠুর, দুরূহ, বিষাদ।
যাকে তুমি ভুলে যাবে বলে প্রতিশ্রুতিবদ্ধ
সেই পড়বে মনে, আঠার মতো আষ্টেপিষ্টে
লেপ্টে থাকবে প্রিয় আঙিনায়।
যতই অভিমান করে বলো
ভুলে যাবো, মুছে দেবো নাম চিরতরে।
এক এক করে ছিঁড়ে ফেলবো
জমানো জড়ানো যতো স্মৃতির পাতা।
বজ্রপাতের মতো ততই ওঠবে বেজে
হৃদয় বিদীর্ণ করে
ভেঙেচুরে খানখান গুঁড়িয়ে দেবে বুক।
এ বড় মায়ার কুহক
চাইলেই না যায় ভুলে থাকা
মুছেফেলা না যায় ক্ষত,বেদনার দাগ।
আটকে থাকে, লটকে থাকে
ভাবনার আকাশ ঘেঁষে খন্ড খন্ড মেঘ হয়ে
ঝুলে থাকে ঝুল বারান্দায়।
0 comments: