কবিতা - মেশকাতুন নাহার
Posted in কবিতামেঘলা আকাশ জানান দিলো
নামবে বুঝি ঢল,
ঝড়ো হাওয়ায় অঝোর ধারায়
ভিজবি কে কে চল।।
শ্রাবণ মাসের এমন দিনে
পানি করে থৈথৈ,
প্রাণটা জুড়াই শীতল ফোঁটায়
সখী তোরা কই?
দিঘির জলে পদ্ম হাসে
ভাসে শাপলা ফুল,
চল না সবাই দল বেঁধে আজ
ডুবাই মাথার চুল।
ক্লান্ত দেহ ধুয়ে মুছে
সাজবে নব মুখ,
নতুন সুরের ছোঁয়ায় আবার
ভরে উঠবে সুখ।
ReplyForward
0 comments: