0

সম্পাদকীয়

Posted in



আশঙ্কাটা ধিকি ধিকি আগুনের মতো জ্বলছিল অনেকদিন। একটু স্তিমিতও হয়ে এসেছিল কিন্তু শেষরক্ষা হল না। মুক্ত কণ্ঠস্বর, ঘনিষ্ঠ যাপন থেকে উঠে আসা সাহিত্যের ভাষা মৌলবাদের দ্বারা আক্রান্ত হলো। লেখক রক্তাক্ত হলেন নাকি শুভবুদ্ধি আর মননশীলতা? ধর্মান্ধতার নগ্নরূপ আমরা দেখেছিলাম এই শহরেও। আমাদের বিবেকী সততা আমরা সেদিনও রক্ষা করতে পারিনি। আর এবার, আপাতচূড়ান্ত নিরাপত্তার অসহায় চেহারা আমরা প্রত্যক্ষ করলাম। ধ্বংসের বীজ যদি আমাদের অন্তঃস্থলে বসবাস করে, বাহ্যিক প্রকরণ কি তাকে সুরক্ষা দিতে পারে? Pen is mightier than sword আপ্তবাক্যটি বাঁচিয়ে রাখার এমন দায় আগে কখনও আসেনি।

সুস্থ থাকুন, সৃজনে থাকুন।

শুভেচ্ছা অফুরান।

0 comments: