0

কবিতা - রীনা তালুকদার

Posted in


পাপ একটা বেহায়া শব্দ
স্ব-জ্ঞানে হোক অ-জ্ঞানে হোক
সজ্ঞায় পাপ তো পাপই
সু-পাপ আর কু-পাপ দুয়েরই -
প্রায়চিত্তের যন্ত্রণা ততোধিক
সোনালী জীবনের ছোট্ট একটা ভুল
পুরোজীবনটাই ধ্বংস করে দেয়

ভুল ভালে মধুও বিষ হয়
ভুলে ভালে পাপও জন্ম নেয়
সু-পাপও কু-পাপের কাপড় পরে
পাপের প্রায়চিত্ত থাকে, চিরন্তন কথা
এই জীবনে মুক্তি সে হবার নয়
কেবল মুক্ত হবার গোল্লাছুট খেলা !

প্রায়চিত্ত করতে করতে কোনো কোনো পাপ
দুর্মর পাপের গলিতেই ঘুরে
না মিলে মুক্তি না হয় হজম
যে পাপে অর্থহীন প্রায়চিত্ত করতে হয় জীবনকাল ! !


0 comments: