Next
Previous
0

কবিতা - পার্থ সরকার

Posted in

 

সহজ গানে আসে
তুষকথা
একলা হওয়ার বাতিস্তম্ভ
হাতপাখায় নবীকরণ
প্রাচীরে নবীন শ্যাওলা

অসমাপ্ত ভিড়
প্রবীণা হারায় মোহ
নিমগ্ন মেঘ
তবু, প্রদাহ
প্রবাহ
ঘুরে আসে প্রেক্ষাগৃহ
অবিরত অহরহ
কোন ইতিকথা নেই সংকলনে

অবাক সিঞ্চন প্রথা

বৈঠা রেখেছি দুয়ারে
জলে পরিপাটি জোছনা।