গল্প - সুমন্ত চ্যাটার্জী
Posted in গল্পজংধরা লোহার গেটটা খুলতেই ধীরে ধীরে বেরিয়ে আসে শীর্ণকায় শিম্পাঞ্জী'টি। দীর্ঘ আড়াই মাসের যুদ্ধে কত কি-ই না দেখছে সে!
কিছুটা দূর থেকে তাকিয়ে থাকে বছর কুড়ি-বাইশের বিদ্রোহীরা। কলা এগিয়ে দেয় কেউ, কেউ আওয়াজ করে ডাকে। অসাড় গলা সাড়া দিতে পারে না, তবুও চেষ্টা করে লম্বা লম্বা হাত মাটিতে রেখে ঘুরপাক খেতে, কিন্তু দুর্বল শরীর সায় দেয় না!
চারিদিকে আজ স্বাধীনতার উৎসব! সীমানার দিগন্ত থেকে ভেসে আসে রাইফেলের জয়ধ্বনি, প্রত্যুত্তরে শিম্পাঞ্জী'কে ঘিরে থাকা বিদ্রোহীরাও রাইফেল তুলে ফায়ার করে উল্লাসের সাথে! শীর্ণকায় নীরবে ফিরে যায় খাঁচায়, দরজাটা টেনে বন্ধ করে নেয় নিজেকে, আবার!
0 comments: